Illegal tree logs : তেলিয়ামুড়ায় বিস্তর পরিমাণে বেআইনি গাছের লগ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুলাই৷৷ বনদস্যুদের বাড়বাড়ন্তে তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে বিভিন্ন এলাকার বন কেটে উজাড় হচ্ছে৷ বনদস্যুরা ক্রমাগত বনের মূল্যবান কাঠ কেটে উজার করে দিচ্ছে৷ ফলে বন ধবংসের পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে৷আর এই বনদস্যুদের বিরুদ্ধে এবার সক্রিয় হয়ে মাঠে নামতে তৎপর তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বনদপ্তরের একটি দল৷ খবরে জানা যায়, মঙ্গলবার ভোর বেলা তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের কাছে গোপন খবর আসে উত্তর মহারানী এলাকার কাছাকাছি জায়গা থেকে একটি গাড়ি বিপুল পরিমাণে মূল্যবান অবৈধ কাঠ বোঝাই করে নমনঞ্জয় বাড়ি হয়ে শান্তি নগর এলাকার দিকে যাবে৷

সেই খবরের ভিত্তিতে বনদপ্তরের কর্মীদের নিয়ে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ মঙ্গলবার ভোর রাত্র থেকেই উৎ পেতে বসে থাকে৷ সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে আনুমানিক সাতটা নাগাদ সেই অবৈধ কাঠ বোঝাই গাড়িটি প্রত্যক্ষ করে গাড়ি থেকে অবৈধ প্রচুর পরিমাণে কাঠ আটক করে বনকর্মীরা৷ যদিও গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহ চালক বন কর্মীদের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷

এ প্রসঙ্গে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িতে মোট আনুমানিক ২ কামের মতো অবৈধ মূল্যবান কাঠ রয়েছে৷ গাড়ি সহ অবৈধ কাঠ গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকার মতো৷তবে তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে বিস্তীর্ণ বনভূমিতে এখনো সক্রিয় রয়েছে বনদস্যুরা৷ এই বনদস্যুরাই বনের মূল্যবান কাঠ গুলি কেটে বন উজাড় করে দিচ্ছে৷ এদের বিরুদ্ধে বনদপ্তর কে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জোরালো দাবি জানানো হয়েছে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *