নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১২ জুলাই৷৷ ত্রিপুরা সরকার অনুমোদিত কৃষকদের জন্য বরাদ্দকৃত দুটি পাওয়ার টিলার রবিবার রাতে বাজেয়াপ্ত করল পার্শবর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বদরপুর থানার পুলিশ৷এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বদরপুর এলাকা জুড়ে৷তবে রাজ্যের কৃষি বিভাগে যে লাগামহীন দুর্নীতি হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ হিসাবে ত্রিপুরা সরকার অনুমোদিত দুটি পাওয়ার টিলার ধরা পড়লো পার্শবর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার বদরপুরে৷গতকাল রাত্রিবেলা তৎকালীন নামকরণ করা বদরপুরের কাছাড় টেক্সটাইল ইন্ডাস্ট্রি ভিতরে অবৈধভাবে রাখা দুটি পাওয়ার টিলার বাজেয়াপ্ত করা হয়৷
এদিন সন্ধ্যায় বদরপুরের স্থানীয় সাংবাদিকরা গোপন সূত্রের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই অবৈধ পাওয়ার টিলার গুলো নজরে পড়ে৷ প্রতিটি পাওয়ার টিলারের উপর ত্রিপুরা সরকারের শিল মহর লাগানো রয়েছে৷সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে এসে অবৈধভাবে রাখা দুটি পাওয়ার টিলার জব্দ করে থানায় নিয়ে যায়৷ অসম পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধারকৃত দুটি পাওয়ার টিলার রাজ্যের কৃষি বিভাগের বরাদ্দ কৃত ২০২০-২০২১ অর্থ বৎসরের গরিব কৃষকদের৷তবে রাজ্যের কৃষি বিভাগের পাওয়ার টিলার কিভাবে পাশ্ববর্তী রাজ্য অসমের বদরপুর ইন্ডাটিতে পৌছলো এনিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে রেল শহর বদরপুরে৷
এর পিছনে রাজ্যের কৃষি বিভাগের কর্মীদের কোন যোগসূত্র নেই তো? প্রশ্ণ স্বাভাবিকভাবেই উঠতে শুরু করে দিয়েছে৷ সাথে আরো জানা যায়, বদরপুর ঘাট কাছাড় টেক্সট টাইল ইন্ডাস্ট্রি চত্বরে অবৈধ ভাবে দীর্ঘ দিন ধরে রাস্তার ধারে আড়াল করে রাখা হয় এই ধরনের অবৈধ উপায়ে ত্রিপুরা থেকে নিয়ে যাওয়া পাওয়ার টিলার গুলো৷তবে ঘটনার খবর চাউর হতেই সীমান্ত জেলা করিমগঞ্জের বদরপুর ঘাট সংলগ্ণ ঠাণ্ডাপুর হয়ে আরেকটা নতুন পাওয়ার টিলার পাচার হতে অনেকেই দেখেছেন৷ বদরপুর থানার পুলিশ সেই পাওয়ার টিলারটির সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছি৷ এদিকে তদন্তের স্বার্থে বদরপুর থানার ওসি কোন মন্তব্য করেননি৷
এখন দেখার বিষয়,বদরপুর পুলিশের তদন্তে রাজ্যের কৃষি বিভাগের আমলাদের নাম উঠে আসে কিনা? নাকি অর্থের বিনিময়ে গরীব কৃষকদের পাওয়ার টিলার গিলে হজম করে নেয় রাঘব বোয়ালরা৷