Drowned while Fishing : মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ জুলাই৷৷ মাছ ধরতে গিয়ে মৃত্যু হলো এক মাঝ বয়সী ব্যক্তির৷ ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত টেপানিয়া গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকার ভুতারমার টিলা একটি ছরায়৷ মৃত ব্যক্তির নাম প্রিয়তোষ দেবনাথ(৫০)৷ বাড়ি টেপানিয়া গ্রাম পঞ্চায়েতের পাল পাড়া এলাকায়৷


সংবাদ সূত্রে জানা যায় আজ সকাল আনুমানিক ১০ টায় বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে জমির পাশে ছরাতে মাছ ধরতে যায়, কিন্তু অনেকক্ষণ ধরে বাড়িতে ফিরে না আসায় পরিবারে লোকজনদের সন্দেহ হয় এবং তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শেষে সংলগ্ণ ছরাতে গিয়ে প্রিয়তোষ দেবনাথের দেহ জলে ভাসতে দেখেন৷ সাথে সাথে উদয়পুর অগ্ণি নিবাক কে খবর দিলে অগ্ণি নির্বাপক দপ্তরে কমীরা গিয়ে প্রিয়তোষ দেবনাথের দেহ উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন৷


মৃত দেহটিকে ময়না তদন্ত করার পর পরিবারে হাতে তুলে দেওয়া হয় এবং সম্পূর্ণ সামাজিক রীতি মেনে উদয়পুর ধবজনগর পুলিশ লাইন সংলগ্ণ নিজস্ব সমাধি স্থানে সমাধিস্থ করা হয়৷ প্রিয়তোষের মৃত্যু টেপানিয়া পালপাড়া সহ গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে৷ প্রিয়তোষ দেবনাথের এক মেয়ে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে পাঠরত এবং এক ছেলে সুকলে পাঠরত৷ গোটা পরিবার এই ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়ে৷