মেঘভাঙা বৃষ্টিতে বন্যা মধ্য কাশ্মীরে, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

শ্রীনগর, ১২ জুলাই (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার লার তালুকায়। জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। লার তালুকার ওয়াতলার এলাকায় অসংখ্য বাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই। রবিবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টির জেরে সোমবার ভোররাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় লার তালুকার ওয়াতলার এলাকায়। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি, অনেক বাড়িতে জল ঢুকে গিয়েছে। আপাতত উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বৃষ্টির সৌজন্যে মনোরম পরিবেশ ফিরেছে জম্মু ও কাশ্মীরে। গত দু’দিন ধরে গরমে কাহিল হয়ে পড়েছিলেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা। রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির সৌজন্যে গরম কমেছে এবং স্বস্তি ফিরেছে। জম্মু ও কাশ্মীরের পার্বত্য এলাকায় রবিবার রাত থেকেই একনাগাড়ে বৃষ্টি হয়। এদিন সকাল থেকেই মেঘাছন্ন ছিল জম্মু ও কাশ্মীর। আবহাওয়া দফতর সূত্রের খবর, বিগত ২৪ ঘন্টায়, সোমবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত ৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীনগরে। জম্মুতে বৃষ্টি হয়েছে ১৫০.৬ মিলিমিটার।