উদয়পুর, ১২ জুলাই : সোমবার সাতসকালে গোমতী জেলার উদয়পুর এর পিত্রা দেওয়ান বাড়িতে নারিকেল গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবতীর। গুরুতরভাবে আহত হয়েছে শিশু কন্যা। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উদয়পুর মহকুমার পিত্রা দেওয়ান বাড়ি এলাকার ১৮ বৎসরের এক যুবতী ও দেড় বছরের এক শিশু কন্যা গুরুতর আহত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
খবরে জানা যায় সোমবার সকালে পিত্রা দেওয়ান বাড়ি এলাকার সরল মোহন জমাতিয়ার মেয়ে লিয়া জমাতিয়ার (১৮) মাথায় নারিকেল গাছ পড়ে গুরুতর আহত হয়। রোড জমাতিয়া নামে দেড় বছরের এক শিশু কন্যাও আহত হয়। সঙ্গে সঙ্গে দুই জনকে বাড়ির লোকজন আটো করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিয়া জমাতিয়াকে মৃত বলে ঘোষণা করেন। অপর দিকে দেড় বছরের শিশু কন্যা রোড জমাতিয়ার অবস্থা সংকটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়।
মৃত যুবতী লিয়া জমাতিয়ার মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

