RSS preparing for third wave : করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় প্রস্তুত হচ্ছে আরএসএস

চিত্রকূট, ১১ জুলাই (হি. স.): করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় প্রস্তুত হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। এর জন্য দেশব্যাপী ‘কর্মী প্রশিক্ষণ’-এর আয়োজন করা হবে । আর প্রশিক্ষণ প্রাপ্ত স্বয়ংসেবকরা দেশের আড়াই লক্ষ স্থানে গিয়ে পরিষেবা দেবেন । রবিবার এক প্রেসবার্তায় এমনটাই জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আবেকার ।

প্রেসবার্তায় আরও জানান হয় যে, মধ্যপ্রদেশের চিত্রকূটে আয়োজিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রান্ত প্রচারক বৈঠকে সাংগঠনিক গতিশীলতার আলোচনার পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ থেকে উদ্ভূত পরিস্থিতিতে সঙ্ঘের সেবা কাজ নিয়ে আলোচনা হয়েছে । এছাড়া স্বয়ংসেবকদের দ্বারা পরিচালিত টিকাকরণ কেন্দ্র এবং প্রদেশগুলিতে প্রদেয় পরিষেবাগুলি নিয়ে পর্যালোচনা করা হয়।
সেই সঙ্গে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পীড়িতদের সহায়তার জন্য বিশেষ “কর্মী প্রশিক্ষণ”-এর আয়োজন করা হবে। করোনা পরিস্থিতিতে মনোবলকে উত্সাহিত করার জন্য সঠিক সময়ে জনগণের কাছে প্রয়োজনীয় সমস্ত তথ্য পৌঁছে দেওয়ার কাজ করবেন এই প্রশিক্ষিত স্বয়ংসেবকরা ।তাঁরা দেশব্যপী প্রায় আড়াই লক্ষ স্থানে পৌঁছে যাবেন । এই প্রশিক্ষণে, বিশেষত বাচ্চা এবং মায়েদের করোনার বিরুদ্ধে সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা এবং ব্যবস্থা গ্রহণ করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।এই প্রশিক্ষণ আগস্ট মাসের মধ্যে শেষ হবে । সেপ্টেম্বর থেকে জনসচেতনতার মাধ্যমে প্রতিটি গ্রামে এবং জনপদে গিয়ে প্রচারের কাজে যুক্ত হবেন প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীরা ।

সঙ্ঘের তরফে আরও জানান হয়, করোনার প্রাদুর্ভাবের পরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসায়, সঙ্ঘ শাখাগুলিও মাঠে ফিরতে শুরু করেছে। বৈঠকে সভায় প্রাপ্ত তথ্য মতে, বর্তমানে সারাদেশে মোট ৩৯,৪৫৪টি শাখা কার্যক্রম পরিচালনা হচ্ছে।যার ২৭,১৬৬টি শাখা এখন সরাসরি মাঠে গিয়ে হচ্ছে এবং ১২,২৮৮টি ই-শাখা চলেছে। এছাড়া ১০,১৩০টি সাপ্তাহিক মিলন এবং ৬,৫১০টি দৈনিক মিলন পুনরায় সরাসরি চালু হয়েছে এবং ৩৬২০টি ই-মিলন চলছে । করোনার লকডাউন এই সময়কালে বিশেষভাবে শুরু হওয়া সারা দেশের কুটুম্ব শাখার সংখ্যা ৯,৬৩৭টি ।