হিলি, ১০ জুন (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে দোকান বন্ধ করে স্ত্রী’কে নিয়ে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীর কলকাতায় নিয়ে আসার সময় তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম প্রদীপ কর্মকার।
জানা গিয়েছে, দুষ্কৃতীরা মোটর বাইকে চেপে এসে গুলি চালায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন প্রদীপবাবু। তাঁর পেটের ডান দিকে একটা গুলি লাগে৷ এদিকে গুলি চালানোর পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ বৃহস্পতিবার ও শুক্রবার প্রদীপ কর্মকারের সোনার দোকানে হালখাতা ছিল। শুক্রবার হালখাতার শেষ দিন ছিল৷ দোকানে হালখাতা সেরে মোটর বাইকে স্ত্রী’কে নিয়েই বাড়ি যাচ্ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই বাড়ি ফেরার সময় পকেটে ভাল পরিমান টাকাও ছিল। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর তাঁকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় আনার ব্যবস্থা করা হয়। কলকাতায় আসার পথেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কে বা কারা গুলি চালাল, তা স্পষ্ট নয়। গুলি চালানোর কারণ নিয়েও ধন্দে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ্য গুলি চালানোর ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।