ক্রমেই মহার্ঘ্য দুই জ্বালানি তেল, ভোপালে পেট্রোলের দাম ১০৯.২৪ টাকা

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): আগুন লেগেছে পেট্রোল ও ডিজেলের দামে, সেই আগুন আর নিভছেই না। শনিবার ফের বাড়ল পেট্রোলের দাম, মূল্যবৃদ্ধির দৌড়ে পিছিয়ে নেই ডিজেলও। বাড়তে বাড়তে কলকাতায় ১০১ টাকার গণ্ডি ছাড়িয়ে গেল পেট্রোলের দাম, দিল্লিতে ১০১ ছুঁইছুঁই পেট্রোলের দাম, মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৬.৯৩ টাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ।

শনিবার মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ১০০.৯১ টাকা এবং ডিজেল ৮৯.৮৮ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-১০১.০১ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯২.৯৭ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৬.৯৩ টাকা এবং ডিজেল ৯৭.৪৬ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০১.৬৭ টাকা এবং ডিজেল ৯৪.৩৯ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০৮.২৯ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.২৬ টাকা। ভোপালে পেট্রোলের বর্ধিত দাম ১০৯.২৪ টাকা ও ডিজেলের দাম দেবে ৯৮.৬৭ টাকায় পৌঁছেছে।