আগরতলা, ৯ জুলাই (হি. স.) : নেশা বিরোধী অভিযানে নেমে ত্রিপুরা পুলিশ বড়সড় সাফল্য পেয়েছে। শুক্রবার সকালে মুঙ্গিয়াকামী থানার পুলিশ অন্যান্য দিনের মতো ৪১ মাইল এবং হাওয়াইবাড়ি এলাকায় তল্লাশি অভিযানে তিনটি দূর পাল্লার ট্রাকে ১৯৮৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। সাথে দুই গাড়ির চালক, সহ-চালক সহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ।
আজ মুঙ্গিয়াকামী থানার এস.আই রঞ্জিত দাস ও মুঙ্গিয়াকামী থানার ও.সি ধ্রুবজয় রিয়াং-এর নেতৃত্বে অন্যান্য দিনের মতো মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় ভ্যাহিকাল চ্যাকিং শুরু হয়েছিল। তখন সন্দেহবশত পিবি১০ডিজেড৯৪০৪ নম্বরের একটি দূরপাল্লার লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৮৩২ কেজি প্যাকেট ভর্তি শুকনো গাঁজা। ওই গাড়ির চালক পাঞ্জাবের বাসিন্দা প্রদীপ সিং-কে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি বহিঃরাজ্যের এমএল০৮জি৪০৯৪ নম্বরের আরেকটি গাড়ি দেখে পুলিশকে জানান ওই গাড়ির মধ্যে ও প্যাকেট ভর্তি শুকনো গাঁজা রয়েছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এবং ৭১ নং সি.আর.পি.এফ-এর জওয়ানরা এমএল০৮জি৪০৯৪ নম্বরের একটি ট্রাকের পিছু ধাওয়া করে। ৪১ মাইল এলাকা থেকে প্রায় ৪ কিলোমিটার দূরুত্বে গিয়ে পুলিশ এবং সি.আর.পি.এফ জওয়ান রা গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় ১০৭২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। সাথে গাড়ির চালক ও সহ চালক অভিমান্নু রায় এবং আমন কুমার-কে আটক করেছে পুলিশ। সামগ্রিক বিষয়টি তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়াকে জানানো হলে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে পুলিশ এবং সি.আর.পি.এস-এর জওয়ানরা গাড়ি দুটিকে আটক করে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে যান। সি.আর.পি.এফ-এর নেতৃত্বে ছিলেন ৭১ নং ব্যাটেলিয়নের কমান্ডেন্ট অরুন কুমার ভারতী।
মুঙ্গিয়াকামী থানার পুলিশ জানিয়েছে, দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৯০৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক প্রায় এক কোটি টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানান, এই গাঁজা জিরানিয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে লোডিং করা হয়েছে। সন্দেহবশত এই গাড়িগুলো আটক করা হয়েছে।
অপরদিকে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি এলাকা থেকে ৭৯ কেজি গাঁজা আটক করেছে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ এবং ট্রাফিক ডি.এস.পি বিক্রমজিত শুক্ল দাস। উদ্ধার কৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা। পুলিশ ডব্লিওবি০৬এ২৫৮৮ নম্বরের একটি মারুতি গাড়ির সিটের তলা থেকে দুই যুবককে গাঁজা সহ হাতে-নাতে পাকড়াও করেছে। ট্রাফিক ডি.এস.পি বিক্রম জিত শুক্ল দাস জানিয়েছেন, সাত সকালে হাওয়াই বাড়ি এলাকায় যানবাহনে তল্লাশি অভিযান চলাকালীন ওই গাঁজা উদ্ধার হয়েছে।

