Stolen bike recovered : মাতাবাড়ি এলাকা থেকে সাংবাদিকের চুরি যাওয়া বাইক উদ্ধার, গ্রেপ্তার চোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর ,৫ই জুলাই৷৷ গত ৫ই জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের বাইক চুরি যাওয়ার ৭৩ ঘন্টার মধ্যে ভিন জেলার সাংবাদিক ও গর্জি আউট পোস্টের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক শান্তনু দেববর্মার তৎপরতায় আজ সন্ধ্যায় উদ্ধার হয় বাইকটি ৷ চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে গত সোমবার উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত মাতা বাড়ি মন্দির চত্বর এলাকায়৷ সোমবার বিকেলে উদয়পুর মাতাবাড়ি এলাকায় প্রসাদ প্রকল্পে ৩৮কোটি টাকা অনুমোদন দেওয়া এবং মাস্টার প্ল্যান অনুসারে কাজের গুনগত মান বজায় রেখে নিদিষ্ট সময়ে কাজ সম্পন্ন করার লক্ষ্যে মাতাবাড়ি ট্রাস্টের এক সভা অনুষ্ঠিত হয় সন্ধ্যা পাঁচটায় মাতাবাড়ি ভি আই পি রুমে৷

সেখানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মাতাবাড়ি ট্রাস্ট কমিটির সদস্য বিপ্লব কুমার ঘোষ , মাতাবাড়ি মন্দিরের সেবাইত তথা গোমতি জেলার জেলা শাসক রাভেল হেমন্ত কুমার,মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ , মাতাবাড়ি বি ডি ও সৌরভ দাস, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চ্যায়ার পার্সন সুজন কুমার সেন, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় , জাতীয় সড়ক কতৃর্পক্ষের জেনারেল ম্যানেজার চন্দ্রশেখর , ট্রাস্টের অন্যান্য সদস্য সহ উন্নয়ন মূলক কাজের সাথে যুক্ত বিদুৎ দপ্তরের বাস্তুকার দীপক লোধ, শংকর মজুমদার , জল সম্পদ দপ্তরের বাস্তুকারা এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন৷ এই গুরুত্বপূর্ণ সভার সংবাদ সংগ্রহ করতে জাগরণ পত্রিকার গোমতি জেলা প্রতিনিধি অপুরাম সরকার মাতাবাড়ি এলাকায় ভি আই পি জোনে নিরাপত্তা রক্ষীদের সামনে ওনার টি আর – ০৩-এ-৪৯৩২ নাম্বারের টি ভি এস জি এক্স বাইকিিট রেখে খবর সংগ্রহ করতে গেলে, কিছুক্ষণ পর উনি ফিরে এসে দেখেন ডি এম,এস ডি এম ,বিধায়ক সহ নিরাপত্তা রক্ষীদের চোখে ধূলো দিয়ে কতিপয় অজিত জমাতিয়া নামক জনজাতি যুবকটি বাইকটি নিয়ে মাতাবাড়ি থেকে দক্ষিণ দিকের জাতীয় সড়ক ধরে পালিয়ে যায়৷ গত সোমবার থেকে পুলিশ বাইক চোরের টিকির নাগালও পায়নি৷ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভি আই পি জোন থেকে সাংবাদিকের বাইক চুরি যাওয়ার ঘটনায় গোটা মাতাবাড়ি চত্বর সহ উদয়পুরে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

বাইকের মালিক তথা জাগরণ পত্রিকার গোমতি জেলা প্রতিনিধি রাধাকিশোরপুর থানায় গত ছয় তারিখ মুঠো ফোনের মাধ্যমে পুলিশ আধিকারিকদের গোটা বিষয়টি জানিয়ে জি ডি এন্িন্ট দিয়ে বাইক উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেছিলেন৷ আজ বিকালে জুলাই বাড়ি এলাকার সাংবাদিক বিপ্লব বৈদ্য আগরতলা থেকে জুলাই বাড়ি যাওয়ার পথে গোমতি ও দক্ষিণ জেলার বর্ডার এলাকায় অজিত জমাতিয়াকে উদয়পুরের জাগরণ পত্রিকার প্রতিনিধির টি ভি এস ভিক্টর বাইকটিকে নিয়ে ঘুরতে দেখে উদয়পুরের পরিচিত অপর সাংবাদিক বানীব্রত দত্তকে জানালে ,বানীব্রত জাগরণ পত্রিকার প্রতিনিধিকে জানালে, জাগরণ প্রতিনিধি গর্জি আউট পোষ্টের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক শান্তনু দেববর্মা কে জানালে শান্তনু দেববর্মা ,মেজর হাবিলদার বা বেনু রনন দাস, কনেস্টবল মিকল হোসেন, মিকল হল ,পুলক ভৌমিক, মহিলা কন্সেবল মন্টি পাল গোমতি জেলা বাউন্ডারি সংলগ্ণ এলাকায় অজিত জমাতিয়াকে বাইক সহ শিক্ষণীয়৷ পরবর্তীতে আগামী কাল অমিতকে কোর্টে প্রেরণ করবেন৷এই অজিত জমাতিয়া এর আগেও রাবার চুরির দায়ে অভিযুক্ত৷ করোনা আবহে ব্যক্তিগত বন্ড দিয়ে পাঁচ মাস আগে ছাড়া পেয়ে আবারো বাইক ছিন্তাইয়ে হাত পাকাতে থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *