পোর্ট-ও-প্রিন্স, ৯ জুলাই (হি.স.): হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়সে হত্যায় কলম্বিয়ান ও হাইতিয়ান বংশোদ্ভূত আমেরিকানদের ২৮ সদস্যের স্কোয়াডকে দায়ী করল হাইতি পুলিশ। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার হাইতি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মোয়সে হত্যায় জড়িত ২৬ কলম্বিয়ান ও দুই আমেরিকান। তাদের মধ্যে ৮ জন পলাতক।
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়সে। পোর্ট-ও-প্রিন্স তাঁর ব্যক্তিগত বাসভবনেই প্রেসিডেন্টের উপর হামলা চালানো হয়। এই হামলায় প্রেসিডেন্টের স্ত্রী মার্টিন মোয়সেও আহত হয়েছেন। হাইতি ন্যাশনাল পুলিশের প্রধান লিওন চার্লস জানিয়েছেন, ২৮ জনের হত্যাকারী দল ছিল, তাদের মধ্যে ২৬ জন কলম্বিয়ান। ১৫ জন কলম্বিয়ান ও হাইতিয়ান বংশোদ্ভূত দুই আমেরিকানকে গ্রেফতার করা হয়েছে। ৩ জন কলম্বিয়ানকে মেরে ফেলা হয়েছে ও ৮ জন পলাতক। তাইওয়ান জানিয়েছে, পোর্ট ও প্রিন্সে তাঁদের দূতাবাস গ্রাউন্ডে ১১ জন হত্যাকারী সন্দেহভাজনকে গ্রেফতার করেছে হাইতি পুলিশ।

