নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): ভারতে আরও ৮১৭ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) ভারতে মৃত্যু হয়েছে ৮১৭ জনের, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫,৮৯২ জন। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৪,২৯১ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.১৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫,৮৯২ জন, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে গিয়ে ৪,৬০,৭০৪-এ পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়েছে ৭৮৪ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৫০ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ভারতে ৩৬.৪৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৬,৪৮,৪৭,৫৪৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৩,৮১,৬৭১ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৮১৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,০৫,০২৮ জন (১.৩২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৮,৯৩,৮০০। নতুন করে ৪৫,৮৯২ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০৭,০৯,৫৫৭।
ভারতে সুস্থতার সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪৪ হাজার ২৯১ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৯৮,৪৩,৮২৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.১৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ২.৪২ শতাংশ, টানা ১৭ দিন ধরে ৩ শতাংশের নীচে সংক্রমণের হার।