সিডনি, ৬ জুলাই (হি.স.): এই নিয়ে দ্বিতীয় বছর, কোভিড-১৯ মহামারীর জন্য এ বছরও বাতিল হয়ে গেল অস্ট্রেলিয়া ফর্মুলা ওয়ান গ্রান্ড প্রিক্স এবং মোটো জিপি। কোভিড-১৯ মহামারীর জন্য প্রবেশে বিধিনিষেধ ও অন্যান্য কারণে এ বছরও বাতিল করা হল অস্ট্রেলিয়া ফর্মুলা ওয়ান গ্রান্ড প্রিক্স এবং মোটো জিপি। মঙ্গলবার সরকারিভাবে এমনটাই জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে অস্ট্রেলিয়া গ্রান্ড প্রিক্স কর্পোরেশনের চেয়ারম্যান পল লিটল জানিয়েছেন, “গভীরভাবে হতাশ।” কোভিডের জন্য এ বছরও বাতিল হতে পারে অস্ট্রেলিয়া ফর্মুলা ওয়ান গ্রান্ড প্রিক্স এবং মোটো জিপি রেস। এমনটাই শোনা যাচ্ছিল, মঙ্গলবারই সেটাই সত্যি হল। ফলে পরপর দু’বছর করোনার জন্য বাতিল হল অস্ট্রেলিয়া ফর্মুলা ওয়ান গ্রান্ড প্রিক্স এবং মোটো জিপি রেস।