শ্যামাপ্রসাদের আদর্শ লক্ষ-লক্ষ দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে : মোদী

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): জন্মজয়ন্তীতে জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অন্তরের অন্তঃস্থল শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মহৎ আদর্শ লক্ষ-লক্ষ দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে। ভারতের ঐক্য ও অগ্রগতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

মঙ্গলবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য। তাঁর মহৎ আদর্শ আমাদের দেশের লক্ষ-লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করেছে। ভারতের ঐক্য ও অগ্রগতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। একজন পণ্ডিত ও বুদ্ধিজীবী হিসেবেও নিজেকে পৃথক করেছিলেন তিনি।”