রিও ডি জেনেইরো, ৬ জুলাই (হি.স.): কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল গত বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেমিফাইনালে ১-০ গোলে পেরুকে হারিয়ে দিলেন নেমার, লুকাসরা। ফলে ২১ তম কোপার ফাইনালে উঠে গেল ব্রাজিল। ২০১৯ সালের ফাইনালে পেরুকে হারিয়েছিল ব্রাজিল, সেই পেরুকেই এ বার সেমিফাইনালে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল ব্রাজিল।
শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন সেলেকাওরা। কখনও নেমার, কখনও লুকাস পাকুয়েটা, কখনও আবার ক্যাসেমিরো। ৩৫ মিনিটের মাথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রাজিল, নেমারের পাস এবং পাকুয়েটার গোল। জোরালো শটে বল জালে জড়িয়ে দেন লুকাস। পাকুয়েটার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই সাজঘরে ফিরে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে পেরু, তবে গোল দিতে পারেনি। সবশেষে ১-০ ব্যাবধানে সেমিফাইনালে পেরুকে হারিয়ে কোপার ফাইনালে উঠল ব্রাজিল। তবে রবিবারের ফাইনালে কার বিরুদ্ধে খেলবেন না নেমাররা, তা ঠিক হবে বুধবার আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচে।

