উদয়পুর, ৫ জুলাই : তিন মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার দাবিতে ফের ১৫ দিনের মাথায় ধর্নায় বসেছেন গোমতী জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। উদয়পুরের গোমতী জেলা হাসপাতালের ২৮ জন সাফাই কর্মী সোমবার সকাল থেকে আবারো ধর্নায় বসেছেন। সাফাই কর্মীদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মিঠুন রায় তাদেরকে সাফাই করার জন্য যে আনুষাঙ্গিক সামগ্রী দেওয়ার কথা তার কিছুই দিচ্ছেন না। এমনকি তাদেরকে ঝাড়ুও পর্যন্ত দেওয়া হচ্ছে না।
শুধু তাই নয়, গত তিন মাস যাবত এই ২৮ জন সাফাই কর্মীকে বেতন দেওয়া হচ্ছে না । হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল সুপার ১৫ দিন আগে এই সমস্যাগুলো সমাধান করবেন বলে ঠিকাদারের সাথে কথা বলেছেন। কিন্তু ঠিকাদার মিঠুন রায় এমএস-র কোন কথা শুনেন নি। এই অবস্থায় গোমতী জেলা হাসপাতালে ২৮ জন সাফাই কর্মী সোমবার সকাল থেকে পুনরায় ধর্নায় বসেছেন। যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হয় তারা এই ধর্নায় চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সাফাই কর্মীদের ধর্নার ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। রোগী সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি দেখা দিয়েছে গোমতী জেলা হাসপাতালে। সাফাই কর্মীরা তাদের দাবি অবিলম্বে পূরণ করার আবেদন জানিয়েছেন। না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ার দিয়েছেন।