মুম্বই, ৫ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন, ‘শিবসেনা ও বিজেপি শত্রু নয়’। দেবেন্দ্র ফড়ণবীশের এই মন্তব্যের প্রেক্ষিতে শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানালেন, “শিবসেনা ও বিজেপির মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু বন্ধুত্ব সর্বদা অক্ষুণ্ন থাকবে।” আবার মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, “শিবসেনা ও বিজেপি শত্রু নয়, এ কথা ১০০ শতাংশ ঠিক, তার মানে এই নয় যে শিবসেনা ও বিজেপি একসঙ্গে এসে সরকার গঠন করবে।”
দেবেন্দ্র ফড়ণবীশের ‘শিবসেনা ও বিজেপি শত্রু নয়’-এই মন্তব্যের পেক্ষিতে সোমবার শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “আমরা ভারত-পাকিস্তান নয়। আমির খান ও কিরণ রাওকে দেখুন, অনেকটাই তাঁদের মতো। আমাদের (শিবসেনা-বিজেপি) রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু বন্ধুত্ব সর্বদা অক্ষুণ্ন থাকবে।” এদিনই মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, “দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন শিবসেনা ও বিজেপি শত্রু নয়, এ কথা ১০০ শতাংশ ঠিক, তার মানে এই নয় যে শিবসেনা ও বিজেপি একসঙ্গে এসে সরকার গঠন করবে।”

