নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩ জুলাই৷৷ ব্রিজ সংস্কারের দাবিতে ঠান্ডা বাবু মগ পাড়ার একমাত্র যাতায়াতের রাস্তা অবরোধ করেন এলাকার লোকজন৷ বিবরণে জানা যায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যাতায়াত করছেন উত্তর তাকমা ছড়া ভিলেজের ঠান্ডা বাবু মগ পাড়া সহ বিভিন্ন পাড়ার প্রায় তিন শতাধিক পরিবার৷
এলাকার সাধারণ মানুষ এই ব্রিজের দীর্ঘদিনের সমস্যার কথা জানিয়েছেন নেতা থেকে দপ্তর সকলকে কাছে শুধু আশার বাণী ছাড়া কোন সদ উত্তর না পাওয়ায় অবশেষে দিশারী এলাকার লোকজন রাস্তা অবরোধ করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিপ্রা মথাশান্তিরবাজার ডিভিশনের কমিটি সভাপতি হরেন্দ্র রিয়াং নেতৃত্বে এক প্রতিনিধি দল৷ এই জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দপ্তর আধিকারিক সঙ্গে কথা বলেন৷ অবরোধকারীরা জানান কয়েকদিনের মধ্যে এই জ্বলন্ত সমস্যার সমাধান না হলে ৮ নং জাতীয় সড়ক অবরোধ করবেন৷

