নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ রাজ্যে করোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ করোনা মোকাবেলায় আরও কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে সম্পর্কে মতামত দেবে কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ ত্রিপুরায় অন্যান্য স্থানে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আসলেও রাজধানী আগরতলা শহর শহর এলাকাসহ ৯টি শহর এলাকায় এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি৷ সে কারণেই রাজ্য সরকার আগামী ৯ জুলাই পর্যন্ত নয়টি শহর এলাকায় কারফিউ অব্যাহত রেখেছে৷
বর্তমানে এই সব শহর এলাকায় করোণায় মৃত্যুর হার ৫ শতাংশের উপরে৷ করোণায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০৷ গত কিছুদিন ধরে পরিস্থিতি প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে৷ এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সরকারের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে৷ গোটা দেশে করোণা পরীক্ষা ও ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা শীর্ষে রয়েছে৷ তবে তিনি স্বীকার করেন চাহিদামত সময়মতো ভ্যাকসিন না পাওয়ায় ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে৷
কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার ত্রিপুরার মত ছোট রাজ্যের বিষয়ে খোজ খবর রাখে৷ রাজ্যে কর্নার সংক্রমণ কেন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছেন৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরামর্শক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার চেষ্টা করবে বলে তিনি জানান৷ মুখ্যমন্ত্রী আরো বলেন করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা আরো বাড়াতে হবে৷ তিনি বলেন অক্সিজেনের ক্ষেত্রেও ত্রিপুরা উল্লেখযোগ্য স্থানে রয়েছে৷ রাজ্যে পরিবেশ কে আরো স্বচ্ছ রাখার তাগিদে প্রত্যেককে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ উল্লেখ্য করনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ত্রিপুরা সহ ছয় রাজ্যে কেন্দ্রীয় দল সফর করছেন৷ ত্রিপুরা ছাড়া অন্যান্য রাজ্যগুলি হলো কেরল, অরুণাচল প্রদেশ, , ওড়িশা, ছত্তীসগঢ়, মণিপুর৷ কেন্দ্রীয় দল এই রাজ্যগুলিকে কোভিড মোকাবিলায় বিশেষ সাহায্য করবে৷ কী করে সংক্রমণ রোধ করা যায়, এই রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে আলোচনা করবে৷ কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, করোনা মোকাবিলার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখে এই রাজ্যগুলিকে পড়তে হচ্ছে, তা খতিয়ে দেখবে এই দলটি৷ এই রাজ্যগুলিতে কোভিড প্রতিরোধের কাঠামো বিচার করে দেখবে দলগুলি৷ কত সংখ্যক টেস্ট করা হচ্ছে, কন্টেনমেন্ট জোনে যথেষ্ট পরিমাণ কড়াকড়ি মানা হচ্ছে কি না৷ এ ছাড়া অ্যাম্বুল্যান্স, হাসপাতালের শয্যা, অক্সিজেন যথেষ্ট আছে কি না, তাও খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ দল৷

