লখনউ, ৩ জুলাই (হি.স.): বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত (জেলা পরিষদ) চেয়ারম্যান নির্বাচনে বিরাট জয় পেল বিজেপি। ৭৫ টি আসনের মধ্যে ৬৭ টি আসনে জয়লাভ করল বিজেপি। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির ঝুলিতে এসেছে মাত্রটি ৬টি। অন্যেরা জিতেছে ২টিতে। শনিবার যোগীরাজ্যের জেলা পঞ্চায়েত প্রধান আসনের নির্বাচন ছিল। মোট আসন ৭৫টা। তার মধ্যে ৬৭টি আসনে জয় পেয়েছে বিজেপির প্রার্থী। সমাজবাদি পার্টির দখলে মোটে ছয়টি আসন। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে হয় না এই জেলা পঞ্চায়েত প্রধানদের। আর পঞ্চায়েত সদস্যদের মধ্যে ভোট ভাগাভাগির জেরেই বিজেপি এই সুবিধা পেয়েছে বলে মত বিরোধীদের। তবে স্থানীয় নির্বাচনে এই জয় গেরুয়া শিবিরকে যে অক্সিজেন জোগাল তা বলার অপেক্ষা রাখে না।
ফল ঘোষণার পর আত্মবিশ্বাসী উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্রদেব সিং। তাঁর কথায়, “৭৫টির মধ্যে ৬৭ আসনে জয় পেয়েছে বিজেপি। ২০২২ সালের বিধানসভা ভোটে আমরাই জয় পাব।”
আগামী বছর যোগী রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই জয়কে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে গেরুয়া শিবির। যদিও রাজনীতির কারবারিরা বলছেন, বিধানসভার ভোটে হাওয়া কোন দিকে ঘুরবে, তা এই জেলা পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল দেখা বোঝা সম্ভব নয়। কারণ গত ২০১৬ সালের জেলা পঞ্চায়ত প্রধানের নির্বাচনে ৬০টি আসন পেয়েছিল সপা। তার মধ্যে অর্ধেক আসনেই প্রার্থী দিতে পারেনি বিজেপি। তার পরই বিধানসভায় বিপুল আসন জিতে ক্ষমতায় এসেছিলেন যোগী আদিত্যনাথ। এ বারের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দিতায় ২১টি আসনে জিতেছে গেরুয়া শিবির।
শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-সহ একাধিক জায়গায় বিজেপি-র বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন সমাজবাদী পার্টির কর্মীরা।

