RoadAccident Tripura : লাগামহীন যান সন্ত্রাস, আহত ছয়

আগরতলা, ৩ জুলাই : রাজ্যে যান দুর্ঘটনা প্রতিনিয়ত লাগামহীন হারে বেড়েই চলেছে। কুমারঘাটের রতিয়া বাড়িতে অটো বাইকের সংঘর্ষে দু’জন বিএসএফ জওয়ান সহ ছয়জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান সন্ত্রাস যেন রাজ্যের বুকে রোজনামচা। রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে প্রানহানী এবং অঙ্গহানীর মতো ঘটনা। বেপোরোয়া যান চালনায় কুমারঘাটের রতিয়াবাড়িতে যান দূর্ঘটনায় জখম হয়েছেন ছয়জন । এরমধ্যে দুজন বিএসএফ জাওয়ানও রয়েছেন।


জানা গেছে, এদিন কুমারঘাট থেকে বেতছড়ার দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলো একটি অটো। তখনই রতিয়াবাড়ী এলাকায় উল্টো দিক থেকে দূরন্ত গতিতে আসা একটি বাইকের সাথে সংঘর্ষ হয় অটোর। রাস্তায় উল্টে যায় অটোটি । বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় কিশোর কুমার, ও মনিষ যাদব নামে দুই বিএসএফ জওয়ান। অটো উল্টে আহত হয়েছেন হিরঞ্জয় রিয়াং, বলরাম রিয়াং সহ চারজন। ঘটনার পর আহতদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে পৌছায় দমকলকর্মীরা। আহতদের কুমারঘাট হাসপাতালে চিকিৎসা চলছে। রাজ্যে এভাবে যান সন্ত্রাস লাগামহীনভাবে বেড়ে চলায় চিন্তিত সচেতন মহল।