পঞ্জাবে বিদ্যুৎ সঙ্কট! অমরিন্দরের বাসভবনের বাইরে আপ-এর বিক্ষোভ

লুধিয়ানা, ৩ জুলাই (হি.স.): পঞ্জাবে বিদ্যুৎ সঙ্কট নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সরকারকে ইতিমধ্যেই আক্রমণ করেছে শিরোমণি অকালি দল ও বহুজন সমাজ পার্টি। এবার বিদ্যুৎ সঙ্কট ইস্যুতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বাসভবনের (সিসওয়ান ফার্ম হাউস) বাইরে বিক্ষোভ দেখালেন আম আদমি পার্টি (আপ)-র কর্মীরা।

বিদ্যুৎ সঙ্কট ইস্যুতে এদিন ক্যাপ্টেনের বাড়ি, সিসওয়ান ফার্ম হাউসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন আম আদমি পার্টি (আপ)-র কর্মীরা। আগে থেকেই ক্যাপ্টেনের বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। উত্তেজিত আপ কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। বেশ কিছু সময় ধরে চলে বিক্ষোভ।