আগরতলা, ৩ জুলাই (হি.স.) : থামছে না, বরং ফের ত্রিপুরায় তেজি হচ্ছে করোনায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর মিছিল। কেবল সুস্থতা সামান্য স্বস্তি দিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৪ জন করোনা আক্রান্ত, ৩ জনের মৃত্যু এবং ৩৬৩ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,৪৪৯ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৫৬৫৩ জনকে নিয়ে মোট ৭১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৬৯ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৩২৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৯৪ জন নতুন করোনা সংক্রমিতের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার বেড়ে হয়েছে ৫.৫৫ শতাংশ।
তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩৪৯২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬৭০২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬২৭৮০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৩.৭৬ শতাংশ। এদিকে মৃতের হার হয়েছে ১.০২ শতাংশ। নতুন করে ৩ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৬৮৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, লাগাতার পশ্চিম জেলাই সংক্রমণে শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৮৭ জন, দক্ষিণ জেলায় ৫৫ জন, গোমতি জেলায় ৪০ জন, ধলাই জেলায় ৩৬ জন, সিপাহিজলা জেলায় ২৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৫২ জন, উনকোটি জেলায় ৮৩ জন এবং খোয়াই জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

