মাতাবাড়িতে মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ জুন৷৷ মন্দির নগরী উদয়পুরের বিভিন্ন উল্খেযোগ্য মন্দিরের মধ্যে ভার তথা পৃথিবী বিখ্যাত মন্দির – মাতাবাড়ি নামেই খ্যাত৷ এই ত্রিপুরেশ্বরী মন্দিরের উত্তর দিকের সিঁড়িতে অজ্ঞাত পরিচয় এক ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার হয় ঙ্গলবার সকালে৷ স্থানীয় লোকজন প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ঘটনা দেখে খবর দেয় রাধাকিশোরপুর মহিলা থানায়৷ খবর পেয়ে রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে৷ মৃতদেহ উদ্ধার করে ঘটনার নিয়ে যাওয়া হয় উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে৷ অপরিচিত এই মাঝ বয়সী মহিলাকে এই মন্দির চত্বরে মাঝে মধ্যে দেখা যেতো বলে স্থানীয় অভিমত ব্যক্ত করেন৷ মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন৷

সাতসকালে পবিত্র মায়ের মন্দিরের উত্তর দিকের সিড়িতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা মাতাবাড়ি চত্বর সহ মন্দির নগরী উদয়পুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ সংবাদ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাতাবাড়ি এলাকার লোকজন প্রাতঃভ্রমণে বের হয়ে মাতারবাড়ি মন্দিরের উত্তর দিকের সিঁড়িতে এক অজ্ঞাত পরিচয়ের ভবঘুরে মহিলার মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় রাধাকিশোরপুর মহিলা থানায়৷ খবর পেয়ে রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান এবং ঘটনার তদন্ত শুরু করেন৷ এই বিষয়ে মহিলা থানার এক আধিকারিক জানান কিভাবে এই মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে সম্ভব নয়৷ ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তেই তা বেরিয়ে আসবে মৃত্যুর আসল রহস্য৷ তবে স্বস্তির বিষয় এই মৃত দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ণ নেই ৷ রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷