রিও ডি জেনেইরো, ৩০ জুন (হি.স.): ব্রাজিলে ফের অনেকটাই বাড়ল কোভিডে দৈনিক সংক্রমণের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অবশ্য ২-হাজার ছুঁইছুঁই। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ১,৯১৭ জন রোগীর মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে ৫ লক্ষ ১৬ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৯০৩ জন, সবমিলিয়ে ব্রাজিলে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৮,৫১৩,৩০৫ জন। সংক্রমণ ও মৃত্যু উভয়ই আগের দিনের তুলনায় বেড়েছে ব্রাজিলে।
আগের দিনের তুলনায় ব্রাজিলে অনেকটাই বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা, মঙ্গলবার সারাদিনে ব্রাজিলে নতুন করে ৬৪,৯০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৮,৫১৩,৩০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় ১,৯১৭ জনের মৃত্যুর পর ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ১১৯ জনের। ব্রাজিলে ইতিমধ্যেই করোনার থেকে সেরে উঠেছেন ১৬,৭৭৯,১৩৬ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,২১৮,০৫০ জন।
2021-06-30