ডেল্টা প্রজাতিকে রুখতে লকডাউন, শুনশান সেন্ট্রাল সিডনির রাস্তা

সিডনি, ২৬ জুন (হি.স.): করোনাভাইরাসের ডেল্টা প্রজাতির আগ্রাসন রুখতে দু’সপ্তাহের জন্য লকডাউন লাগু হল অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে। গ্রেটার সিডনি, ব্লু মাউন্টেন, সেন্ট্রাল কোস্ট ও উপকূলবর্তী শহর ওলংগংয়ে লকডাউন লাগু হয়েছে। লকডাউন লাগু হতেই শনিবার সেন্ট্রাল সিডনির রাস্তাঘাট একেবারে শুনশান, মানুষের দেখা মেলেনি। সমস্ত মানুষ আপাতত গৃহবন্দী রয়েছেন।
কয়েকদিনের মধ্যেই ৮০-র বেশি মানুষ করোনা-আক্রান্ত হয়েছেন সিডনিতে। ভয় বাড়াচ্ছে করোনার ডেল্টা প্রজাতি। অতিসংক্রামক এই প্রজাতিকে রুখতেই লকডাউন লাগু হল সিডনিতে। দু’সপ্তাহের জন্য সবাইকে বাড়িতেই থাকতে বলা হয়েছে, অত্যাবশ্যক সামগ্রী, ওষুধ কেনার জন্যই ছাড় মিলবে। লকডাউনের আওতায় নেই, কিন্তু সোমবারের মধ্যে সিডনিতে এসেছিলেন, তাঁদের ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে বলা হয়েছে।