আগরতলা, ২৬ জুন (হি. স.) : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন, সমগ্র ত্রিপুরাবাসী সংকল্প নিন, আমাদের সন্তানদের নেশাগ্রস্ত হতে দেব না। তাঁর দাবি, ত্রিপুরা বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
এদিন এক ভিডিও বার্তায় তিনি বলেন, আজ ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী এবং চোরা চালানকারী বিরোধী দিবস হিসেবে আমরা পালন করে থাকি। আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যে নেশা বিরোধী অভিযান এক জনমুখী আন্দোলনের রূপ নিয়েছে। ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর নেশা মুক্ত ত্রিপুরার শ্লোগান নিয়ে পথ চলা শুরু হয়েছে।
তিনি বলেন, নেশা বিরোধী অভিযানে মা-বোনেদের স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি। বড় মাত্রায় গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মূল নেশাকারবারীদের কারাগারে পাঠানো হয়েছে। তবে, লক্ষ্য করা যাচ্ছে এখনো রাজ্যে ব্রাউন সুগার, কোকেন, ইয়াবা ট্যাবলেটের বাড়বাড়ন্ত রয়েছে। সেই নেশাকে আমাদের শক্ত হাতে মোকাবিলা করতেই হবে। তাঁর কাত্থায়, এই নেশাসক্তি অত্যন্ত ভয়ানক। রাজ্য সরকার তার উপর কঠোর দৃষ্টি রেখেছে।
তবে তিনি জনসাধারণের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, যারা নেশার কারবার করেন তাদের সম্পর্কে নিশ্চিত ওই এলাকার বাসিন্দাদের কাছে খবর থাকবেই। সেক্ষেত্রে জনপ্রতিনিধি, থানাকে ওয়াকিবহাল করুন। কারণ, নেশার করাল থাবা আমাদের আটকাতেই হবে। নাহলে ত্রিপুরার নতুন প্রজন্ম নেশার মধ্যে ডুবে যাবে।
আবেগপ্রবণ হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার বাড়িতে ছেলেমেয়ে আছে। আপনাদের বাড়িতেও রয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব সন্তানদের প্রতি নজর রাখা। ২৬ জুন আমরা ঘটা করে পালন করে থাকি। কিন্তু তার সঙ্গে আমাদের জীবনযাপনেও তা পরিলক্ষিত হতে হবে। ত্রিপুরা রাজ্যে আমরা আমাদের সন্তানদের নেশাগ্রস্ত হতে দেব না এই অঙ্গীকার সকলের করতে হবে। বিশেষত মা-বোন এবং বয়স্কদের ও ক্লাবগুলির ভূমিকা এক্ষেত্রে অপরিসীম।
মুখ্যমন্ত্রীর আবেদন, কোভিড টিকাকরণে যে ভাবে জনজাগরণের মধ্যে দিয়ে ত্রিপুরার মানুষ রেকর্ড গড়েছেন, ঠিক একই ভাবে নেশামুক্তির ক্ষেত্রেও আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। তবেই আমরা এই অভিশাপ থেকে রাজ্যকে মুক্ত করে মডেল ত্রিপুরা গড়ে তুলতে সক্ষম হব।