সোমবার থেকে চালু অগ্নিবীণা-সহ একাধিক এক্সপ্রেস, সূচি আগের মতোই

আসানসোল, ২৬ জুন (হি.স.): কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য বন্ধ ছিল প্রায় দু’মাস, অবশেষে সোমবার (২৮ জুন) থেকে চালু হতে চলেছে হাওড়া থেকে আসানসোল এবং ধানবাদ যাতায়াতের একাধিক এক্সপ্রেস ট্রেন। সোমবার থেকেই চালু হতে চলেছে রয়েছে হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস এবং হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস। সময়সূচি আপাতত আগের মতোই।
রেল সূত্রের খবর, ০২৩৪১ আপ হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস সোমবার যাত্রা শুরু করবে পুরনো সূচি মেনেই। কোলফিল্ড এক্সপ্রেসও সোমবার ছাড়বে হাওড়া থেকে এবং মঙ্গলবার ধানবাদ থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। রোজই এই ট্রেন দু’টির পরিষেবা পাওয়া যাবে। টাটানগর-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস আপ এবং ডাউন রুটে চলবে মঙ্গলবার থেকে। মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার— সপ্তাহে এই তিন দিন চলবে ওই এক্সপ্রেস ট্রেন। এ ছাড়াও হাওড়া থেকে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হবে। ২৯ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে মুজফ্‌ফরপুর-হাওড়া উৎসব স্পেশাল ট্রেন।