কলকাতা, ২৩ জুন (হি. স.) : বুধবার ‘অলিম্পিক দিবস‘ উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অফিসের সামনে পতাকা উত্তোলন করেন পশ্চিমঙ্গ সরকারের বিদ্যুৎ, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।
উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, অরূপ বৈদ্য, ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি, প্রখ্যাত দাবা খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়া ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জী।
অরূপবাবু আগামী জুলাই মাসে টোকিও অলিম্পিক-এ ভারতীয় খেলোয়াড়দের সাফল্য কামনা করেন। প্রসঙ্গত, প্রতিবছর ২৩ জুন পালিত হয় আন্তর্জাতিক অলিম্পিক্স দিবস। উদ্দেশ্য, ক্রীড়া ও স্বাস্থ্যের উদযাপন। ১৮৯৪ সালের আজকের দিন প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। দিন উদযাপনের লক্ষ্য হল জনমানসে ক্রীড়ার প্রচার ও ক্রীড়াকে জীবনের অত্যাবশ্যক অঙ্গ হিসেবে যুক্ত করার বার্তা দেওয়া।

