উজ্জয়িনী, ২৩ জুন (হি.স.): টিকা না নিলে পরবর্তী মাস থেকে বেতন পাবেন না সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের এমনই নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কালেক্টর। এই নির্দেশের মূল লক্ষ্য হল, ১০০ শতাংশ টিকাকরণ। মঙ্গলবারই নির্দেশ জারি করেছেন জেলাশাসক আশিষ সিং। নির্দেশিকায় জানানো হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে টিকা না নিলে, বেতন দেওয়া হবে না কর্মীদের। টিকা নিলেই জুলাই মাসের বেতন পাবেন কর্মীরা।
নির্দেশিকা নিয়ে বুধবার জেলাশাসক আশিষ সিং জানিয়েছেন, “জেলাজুড়ে ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে সর্বোতভাবে চেষ্টা করছি আমরা। এই লক্ষ্যে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।” নির্দেশিকায় জেলা ট্রেজারি অফিসারকে জুনের বেতন বিতরণের পাশাপাশি টিকা নেওয়ার শংসাপত্র সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।