বেঙ্গালুরু, ২৩ জুন (হি.স.): এবার কর্ণাটকেও ধরা পড়ল করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ।কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, রাজ্যে দু’জনের দেহে করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে একজন মহীশূরে ও দ্বিতীয়জন বেঙ্গালুরুতে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও কেরলে ধরা পড়েছে নভেল করোনাভাইরাসের ডেল্টা প্লাসের সংক্রমণ। এবার সেই তালিকায় যুক্ত হল কর্ণাটক।
বুধবার কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, রাজ্যে দু’জনের দেহে করোনার ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে একজন মহীশূরে ও দ্বিতীয়জন বেঙ্গালুরুতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে এ বিষয়ে অবগত করা হয়েছে। উল্লেখ্য, করোনার ডেল্টা প্রজাতির কারণেই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। হু হু করে বেড়েছে সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও। সেই পরিস্থিতি সামলে উঠতে না উঠতেই ডেল্টা প্রজাতি রূপ পরিবর্তন করে ডেল্টা প্লাসে পরিণত হয়েছে। ফলে চিন্তা আরও বাড়ছে।