আগরতলা, ২৩ জুন : ফের ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বুধবার সিপাহীজলা জেলায় বিশালগড় নিচের বাজারস্থিত উত্তম বণিকের দোকান এবং বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ নগদ বিদেশী মুদ্রা। উদ্ধার হয়েছে ভারতীয় মুদ্রাও। পরবর্তী সময়ে তার বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ। সেখানেও প্রচুর পরিমাণ অবৈধ কফ সিরাপ, নেশার ট্যাবলেট মজুত ছিল। পুলিশ ওই নেশা সামগ্রী উদ্ধার করেছে। এদিকে, কলমচৌড়া থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে।
এ-বিষয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার ইন্সপেক্টর ইনচার্জ বিজয় দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী বিশালগড় নিচের বাজারস্থিত উত্তম বণিকের দোকানে তল্লাশি চালিয়ে প্রায় দুই শতাধিক কফ সিরাপ, আড়াই হাজার এসপি ট্যাবলেট, নগদ ৩ লক্ষ ৫ হাজার বাংলাদেশি মুদ্রা, ৬২ হাজার ভারতীয় মুদ্রা, দুটি মোবাইল ফোন এবং প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সোনার অলংকার উদ্ধার করেছে। উত্তম বণিক ও সুজিত সাহা নামে দুই নেশা কারবারিকে আটক করা হয়েছে। তাঁর মতে, উদ্ধারকৃত সামগ্রীগুলির বাজার দর প্রায় ১৫ লক্ষ টাকা হবে।
এদিকে, গাজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে কলমচৌড়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কলমচৌড়া থানার ওসি সহ পুলিশ ও টি এস আর বাহিনী স্থানীয় রতনদোলা এলাকার বাসিন্দা দীপঙ্কর দেবনাথ-র বাড়িতে গতকাল রাত ১২টা থেকে ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি নীল রঙের ড্রামে মোট ৭৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। যার বাজারজাত মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে দাবি পুলিশের। গাঁজা উদ্ধারের পাশাপাশি দীপঙ্কর দেবনাথকেও আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট-এ মামলা রুজু করা হয়েছে।

