পাচারের জন্য ইরানি সীমান্তে বিড়ি ও মাছ ধরার জাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ জুন৷৷ ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুড়া গ্রাম থেকে আনুমানিক সকাল ১১টা নাগাদ ২০ ব্যাটেলিয়ান বিএসএফ বিড়ি এবং মাছের জাল উদ্ধার করেছে৷বাংলাদেশে পাচারের উদ্যশ্যে সীমান্তের সাথেই রাখা ছিল এই সামগ্রী গুলো৷প্রায় ৫২ হাজার নাসিরউদ্দিন বিড়ি সহ ১৩৫টি মাছের জাল ও আটক করা হয়েছে৷বিড়ির বাজার মূল্য প্রায় ২৬ হাজার টাকা এবং জালের বাজার মূল্য প্রায় ৩৩ হাজার ৭৫০ টাকা৷

ভারতীয় টাকায় মোট ৫৯৭৫০ টাকার জিনিস আটক করা হলেও বাংলাদেশে সেগুলোর বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে৷ইরানী থানার পুলিশ অফিসার পঙ্কজ দাসের নেতৃত্বে বিশাল টিএস আর সহ বিএসএফ বাহিনী সেগুলো আটক করেছে৷এ নিয়ে দিনভর লাটিয়াপুড়া এলাকায় উত্তেজনা বিরাজ করেছে৷এই লকডাউনের সময়ে ও একাংশ ব্যবসায়ীরা এধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে৷যে কোন সময় কোভিড সংক্রমণ আরোও মারাত্মকভাবে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে৷তবে আজকের এই অভিযানে খুশী সাধারণ মানুষ৷