শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে অমিত শাহর শ্রদ্ধা

কলকাতা, ২৩ জুন (হি. স.) :  ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে তাঁর মৃত্যুদিনে শ্রদ্ধা জানালেন কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

অমিতবাবু টুইটে লিখেছেন, “ডঃ মুখার্জি দেশের পরিচয় এবং অখণ্ডতা রক্ষার জন্য তাঁর সমস্ত কিছু ত্যাগ করেছেন। তিনি আবার ভারত বিভক্ত হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। তাঁর ত্যাগ, উৎসর্গ এবং তাঁর আদর্শ আগামী প্রজন্মকে পরিচালনা করতে থাকবে। তাঁর ত্যাগের দিনে এমন এক মহৎ দেশপ্রেমিককে প্রণাম জানাই।

সাংস্কৃতিক জাতীয়তাবাদের স্থপতি ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে গড়ে তোলার পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে উন্নয়নে জনগণের অংশগ্রহণ ব্যতীত কোনও দেশ উন্নতি করতে পারে না। তিনি জনসঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন ক্ষমতার লালসা নয়, জাতীয় পুনর্গঠনের লক্ষ্য নিয়ে।