চেন্নাই, ২১ জুন (হি. স.) : তামিলনাড়ুর ভিরুধুনগর জেলার শিবকাশির কাছে থায়িলপট্টিতে একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ২ জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে সোমবার। পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কীভাবে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অবৈধ ওই কারখানায় বাজি তৈরি চলছিল। সেসময় আচমকাই বিস্ফোরণ হয়। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা বাজি কারখানার সামনে ভিড় জমান। সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। আরও দুজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।