এবার মুম্বইয়ের ভারসোভাতেও করোনার ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.) : মুম্বইয়ে ফের ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ।  কান্দিভালির পর এবার ভারসোভাতেও করোনার ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে ।


পুলিশের দাবি, কান্দিভালিতে যে চক্রটি এতে শামিল ছিল, তারাই ভারসোভার একটি ফিল্ম প্রযোজনা সংস্থার দেড়শো জন কর্মী ও তাঁদের পরিবারকে ভুয়ো টিকা দিয়েছে। কান্দিভালির ভুয়ো টিকা-কাণ্ডে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  কান্দিভালি পুলিশের দাবি, এই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে মণীশ ত্রিপাঠী নামে এক চিকিৎসকের নাম উঠে আসছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন তিনি।


জানা গেছে, গত ২৯ মে ‘ম্যাচবক্স পিকচার্স’-এর ১৫০ জন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়। কিন্তু টিকাকরণের পরে তাঁদের কোনও সার্টিফিকেট দেওয়া হয়নি। প্রাথমিক ভাবে বলা হয়েছিল, ইতিমধ্যেই অনেকের টিকাকরণ হয়ে যাওয়াতেই সার্টিফিকেট ইস্যু করতে দেরি হচ্ছে। এই ভাবে এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও পাওয়া যায়নি সার্টিফিকেট। এদিকে কারও শরীরেই টিকাকরণের কোনও রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এরপরই এফআইআর দায়ের করা হয়।
রবিবার ভারসোভা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘কান্দিভালি পুলিশের হাতে ধরা পড়া অভিযুক্তদের বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করেছি। দু’টি কাণ্ডেই অভিযুক্তরা একই চক্রের সঙ্গে যুক্ত। কান্দিভালির ঘটনায় তদন্ত শেষ হলে অভিযুক্তদের হেফাজতে নেব।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *