নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ সিমনার বিদ্যাসাগর গ্রামের বৈরাগীপাড়ায় জুয়ার আসরে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
জুয়ার আসর থেকে ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে জুয়ার আসরে থাকা ছেলের বন্ধুদের হাতে আক্রান্ত বাবা ইন্দ্রজিৎ সরকার৷ ঘটনা সিমনার বিদ্যাসাগর গ্রামের বৈরাগী পাড়াতে৷দফায় চলে মারপিট৷লিখিত অভিযোগ দায়ের করা হয় সুন্দরটিলা ফাঁড়িতে৷
অভিযুক্তদের নাম ধামও জানানো হয়েছে পুলিশকে৷জানা যায় ঝামেলার সূত্রপাত গতকাল গভীর রাত থেকে৷চলতে থাকে তা শনিবার দিন দুপুর পর্যন্ত৷বৈরাগী পাড়ার প্রদীপ সরকার বাড়িতে বসেছিল জুয়ার আসর৷ আসরথেকে ইন্দ্রজিৎ সরকার উনার ছেলে গৌতম সরকারকে আনতে গেলে সেখানের জুয়ার আসরে থাকা রাহুল দেবের নেতৃত্বে পাঁচ জনের মতো জুয়ারি দা লাঠি সোটা নিয়ে হামলা চালায় ইন্দ্রজিৎ সরকারের উপর৷দায়ের আঘাত লাগে ইন্দ্রজিতের মাথায়৷
পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়৷লাঠি দিয়ে আঘাত করে শরীরের নানা স্থানে৷আহত ইন্দ্রজিৎ সরকারকে প্রথমে কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ শনিবার সকাল থেকে বৈরাগী পাড়ার উশৃংখল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ ফের যে কোন সময় হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে৷

