বার্সেলোনা, ২০ জুন (হি.স.) : অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনাতে দুই বছরের চুক্তিতে যোগ দিলেন নেদারল্যান্ডস স্ট্রাইকার মেমফিস ডিপে। এদিন একটি বিবৃতি দিয়ে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে ডিপাইয়ের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
আগামী মরশুমের জন্য দলবদলে ডিপেসহ তিন জন খেলোয়াড়কে ফ্রি ট্রান্সফারে দলে নিল বার্সেলোনা। ডিপের আগে ম্যানচেস্টার সিটি থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার সের্জিও আগুয়েরো ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে আগামী মরশুমের জন্য দলে নেয় তারা। আগামী ১ জুলাই ফ্রি ট্রান্সফারে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প নুয়ে যোগ দেবেন এই ডাচ ফরোয়ার্ড।
বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন ২৭ বছর বয়সী মেমফিস ডিপে। বার্সেলোনা কোচ কোমানের সঙ্গে ডিপের সম্পর্কটা অবশ্য অনেক আগের। এই ডাচ কোচ নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বে থাকার সময়ে তার কোচিংয়ে খেলেছিলেন ডিপে। গত মরশুমে লিঁওর হয়ে লিগ ওয়ানে করেন ২০টি গোল করেন তিনি। ইউরো কাপে গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে নেদারল্যান্ডসের ২-০ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে একটি গোল করেন মেমফিস ডিপে।