ফুঁসছে অলকানন্দা নদী, শ্রীনগর ও পাউরি গাড়ওয়ালে বন্যার শঙ্কা

দেহরাদূন, ১৯ জুন (হি.স.): অবিরাম বৃষ্টিতে জলস্তর বেড়েছে অলকানন্দা নদীর। রীতিমতো ফুঁসছে অলকানন্দা, নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উত্তরাখণ্ডের শ্রীনগর ও পাউরি গাড়ওয়ালের নীচু এলাকায় জল ঢুকে পড়েছে। আবার শনিবার সকালেই ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে ৫৮ নম্বর জাতীয় সড়ক (ঋষিকেশ-শ্রীনগর হাইওয়ে)। একনাগাড়ে বৃষ্টির জেরে শনিবার সকালে উত্তরাখণ্ডের তিহরি গাড়ওয়ালে ব্যাসির কাছে ৫৮ নম্বর জাতীয় সড়কে (ঋষিকেশ-শ্রীনগর হাইওয়ে) ধস নামে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৮ নম্বর জাতীয় সড়ক।


গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জলে অলকানন্দা নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। নদীর জল ঢুকে পড়েছে শ্রীনগর ও পাউরি গাড়ওয়ালের নীচু এলাকায়। এভাবে বৃষ্টি হতে থাকলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির জন্য মাঝেমধ্যেই ভূমিধসের ঘটনা ঘটছে উত্তরাখণ্ডে। শনিবার সকালেই ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে ৫৮ নম্বর জাতীয় সড়ক (ঋষিকেশ-শ্রীনগর হাইওয়ে)। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।