নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ মুখ্যমন্ত্রীর তৎপরতা, ছোট্ট শারদের হাতে পৌঁছে গেল স্মার্ট ফোন৷ পরিবারের আর্থিক সংস্থান তেমন নেই৷ তবু উমাকান্ত ইংলিশ মিডিয়াম সুকলের অষ্টম শ্রেণীর ছাত্র শারদ দত্তচৌধুরী তার পড়াশুনা চালিয়ে যেতে একরোখা৷ কোভিড পরিস্থিতিতে এখন পুরো শিক্ষা ব্যবস্থাই অনলাইনে৷
কিন্তু তার তো স্মার্ট ফোনই নেই! বাড়ির এক আত্মীয়ের সাধারণ ফোন থেকে ফেসবুক খুলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পেজে মেসেজ করেছিল শারদ৷ জানিয়েছিল তার সমস্যার কথা৷ বৃহস্পতিবার বনমালীপুরে শারদের বাড়িতে পৌঁছে গেল স্মার্ট ফোন৷ এদিন ফোনটি তার হাতে তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দীপ কর এবং চা নিগমের চেয়ারম্যান সন্তুষ সাহা সহ-অন্যান্যরা৷ সম্প্রতি একাধিক এমন নজির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী৷
তাতেই নবতম সংযোজন বনমালীপুরের বাসিন্দা তথা উমাকান্ত ইংলিশ মিডিয়াম সুকলের অষ্টম শ্রেণীর ছাত্র শারদ দত্তচৌধুরী৷ ফোন পেয়ে শারদও আপ্লুত৷ সে বলে, আমি ফোন চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর পেজে মেসেজ করে৷ ভাবতেও পারিনি তিনি এতটা উদারতা দেখাবেন৷ এবার আর আমার পড়াশুনা আটকাবে না৷ শারদের বাবা, মা সহ পরিবারের সকলেই মুখ্যমন্ত্রীর এহেন তৎপরতায় উচ্ছ্বসিত৷

