BRAKING NEWS

সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ স্ট্যালিনের, দেখা করলেন রাহুলের সঙ্গেও

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): দিল্লি সফরের দ্বিতীয় দিন, শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। শুক্রবার সকালে সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন স্ট্যালিন, সোনিয়ার বাসভবনে রাহুলও উপস্থিত ছিলেন। সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকে-কংগ্রেস জোট নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার সোনিয়ার সঙ্গে বৈঠক করলেন ডিএমকে সভাপতি স্ট্যালিন।
বৈঠকের পরে রাহুল নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি আপলোড করে জানিয়েছেন, “কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও শ্রীমতি দুর্গাবতী স্ট্যালিনের সঙ্গে বৈঠক করলাম। তামিল জনগণের জন্য একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্য গঠনে আমরা ডিএমকে-র সঙ্গে কাজ চালিয়ে যাব।” এর আগে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন স্ট্যালিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *