রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ ত্রিপুরায় দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে৷ কমেছে মৃত্যুও৷ এদিকে, পশ্চিমা ত্রিপুরা জেলায় এখনও সংক্রমনে শীর্ষে থাকলেও দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে৷ সাথে, দৈনিক সুস্থতার হার বৃদ্ধি অনেকটাই স্বস্তি দিয়েছে৷


ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় ১১৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৪৮৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার কমে হয়েছে ৪.২২ শতাংশ৷ এদিকে, আরও ৩ জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা বাড়িয়েই রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘন্টায় ৭১৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৪৪০৬ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৯৯৪ এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে ১০৫৩৪ জন মোট ১১৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৭০ জন এবং রেপিড এন্টিজেনে ৪১৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৪৮৭ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷
তবে, স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৭১৩ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪৪০৬ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৬০৮৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৫৫৭৬৯ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার হয়েছে ৫.১৯ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯১.৭১ শতাংশ৷ এদিকে মৃতের হার হয়েছে ১.০৪ শতাংশ৷ নতুন করে ৩ জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৬৩৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘন্টায় নতুন করে পশ্চিম জেলায় ১২৫ জন, দক্ষিন জেলায় ৬০ জন, গোমতি জেলায় ৩৫ জন, ধলাই জেলায় ৩৮ জন, সিপাহীজলা জেলায় ৩৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৮৫ জন, ঊনকোটি জেলায় ৬৬ জন এবং খোয়াই জেলায় ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে৷