কলকাতা, ১৭ জুন (হি.স.): করোনা হানায় নাজেহাল শহরবাসী । এই পরিস্থিতিতে কীভাবে হবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই নিয়ে সকলেই চিন্তায় পড়ে গিয়েছিল । তারই মাঝে কিছুদিন আগেই চলতি বছর বর্তমানের পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরই মাঝে বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে ‘জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল ‘ এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলেও এই দুই পরীক্ষার মূল্যায়ন কিভাবে করা হবে সেই বিষয়ে কি সিদ্ধান্ত হয় সেদিকে নজর ছিল সকলের । এরই মাঝে এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে । কীভাবে মাধ্যমিকের মূল্যায়ন হবে সে বিষয়ে আগামীকাল ঘোষণা করে দেওয়া হবে ‘।
কিছুদিন আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘ এইবছর করোনা আবহে হচ্ছেনা মাধ্যমিক উচ্চমাধ্যমিক। কিভাবে মূল্যায়ন তা সাত দিনের মধ্যে জানানো হবে। পাবলিক ওপিনিয়নকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত। পড়ুয়াদের যেন কোনও অসুবিধে না হয়, দেখতে হবে’।
2021-06-17

