নেশা কারবারে জড়িত নয় যুবক আটক

আগরতলা, ১৪ জুন : মেগলীবন্দ চা বাগান থেকে নেশা কারবারে জড়িত নয় যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে সিধাই থানায় নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। সিমনার মেঘলিবন্দ চা বাগান থেকে নেশা সামগ্রী সহ ৯ জনকে আটক করেছে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ।

গোপন সূত্রে সোমবার সকালে সুন্দরটিলা ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার প্রীতিময় চাকমার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের মাধ্যমে আসে এই সাফল্য। নেশা সামগ্রী সহ আটক ৯ জনকে সিধাই থানাতে এনে চালানো হচ্ছে জোর জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে বারো কেজি শুকনো গাজা ও ৬০০ নেশার টেবলেট। সাক্ষাৎকারে এমনটাই জানালেন পুলিশ অফিসার প্রীতিময় চাকমা। আটক হওয়া ৯ জনের নাম হল প্রনব লুসাই, আরিয়ান দেবর্বমা, আরাই দেবর্বমা, বিশ্বজিৎ দেবর্বমা, প্রহর দেবর্বমা, সুভাষ দেবনাথ, সুব্রত সাহা, বিজয় পানোরিয়া, শিবু ভট্টাচার্য । তারা সকলেই সিমনা এলাকার বাসিন্দা। নেশা কারবারে জড়িত নয় জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । এ ঘটনায় জড়িতদের কাছ থেকে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।