রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৫৬৫ জন, মৃত্যু আরও সাতজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয় ৫৬৫ জন৷ নমুনা পরিক্ষা হয় ১০,১৮১ জনের৷ মৃত্যু হয় ৭ জনের৷


পশ্চিম জেলায় সংক্রমিত ১৬৮, গোমতী জেলায় সংক্রমিত ৩৯, খোয়াই জেলায় সংক্রমিত ৫৩, ধলাই জেলায় সংক্রমিত ৪৯ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত ৩৯, উত্তর জেলায় সংক্রমিত ৬৯, ঊনকোটি জেলায় সংক্রমিত ৭১ এবং দক্ষিণ জেলায় সংক্রমিত ৭৭ জন৷ কোভিড সেন্টারে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৯৩৫ জন৷ সুস্থ হয় ২৪ ঘন্টায় ৬৭০ জন এবং সুস্থতার হার ৯০.৫৯ শতাংশ৷


রবিবার আরটিপিসিআর এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছে ১,৫৩৭ জনের৷ এর মধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ৫৮ জনের৷ অন্যদিকে রেপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে ৮, ৬৪৪ জনের৷ এর মধ্যে পজেটিভ এসেছে ৫০৭ জনের রিপোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *