নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ বাগবাসা বিধানসভার পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের শাসক দলীয় উপ-প্রধানের নারী কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে৷ সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে৷উপ প্রধাবকে বাঁচাতে ময়দানে তাবড় তাবড় ব্যক্তি৷ ক্ষুব্দ এলাকার জনগন৷ উপ-প্রধানকে বহিস্কারের দাবি উঠেছে এলাকায়৷
শাসক দলীয় উপ-প্রধানের নারী কেলেঙ্কারিতে ছিঃ ছিঃ রব উঠেছে ধর্মনগর মহাকুমা জুড়ে৷ এই নেক্কারজনক ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের পূর্ব হুরুয়া গ্রামে৷ পূর্ব হুরুয়া পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ছন্দ সম্প্রতি নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ৷ উপপ্রধান সুজিত ছন্দের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে৷
ভিডিওটি এলাকার সবারই হাতে হাতে পৌঁছে যায়৷ ভিডিওটিতে স্থানীয় এক মহিলার সঙ্গে অসামাজিক কার্যকলাপ করতে দেখা যায় সুজিতকে৷ এই ভিডিও ভাইরাল হতেই মহকুমা জুড়ে নিন্দার ঝড় বয়ে যায়৷ এদিকে তাবড় তাবড় ১-২জন মাঠে নেমে পড়েন উপপ্রধানকে বাঁচাতে বলে অভিযোগ৷ তাই এলাকাবাসীর ক্ষোভ তৈরি হয় নারীঘটিত ঘটনার পান্ডা উপপ্রধান সুজিত ছন্দ এবং ওই তাবড় তাবড় ২-১জন ব্যক্তিদের বিরুদ্ধেও৷ এলাকার বিজেপির কর্মীরা স্থানীয় পঞ্চায়েতে জড়ো হন শাসকদলীয় উপ-প্রধানের কুকীর্তির এবং প্রশ্রয়দাত এবং পান্নালাল শর্মার বিরুদ্ধে প্রতিবাদে৷
তারা পঞ্চায়েত অফিস ঘেরাও করে সুজিত ছন্দ এবং পান্না শর্মা হায় হায় বলে স্লোগান দিতে থাকে৷ স্থানীয় বিজেপি কর্মীরাও ধিক্কার জানান উপপ্রধান সুজিত ছন্দকে৷স্থানীয়রা দাবি জানান অবিলম্বে সুজিত চন্দ এবং প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হোক৷ না হলে পঞ্চায়েত অফিস আগামীদিনে তালা মারার হুমকি দেন তারা৷