মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল স্কিমে খাদ্য সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ

শান্তিরবাজার, ১৪ জুন : মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল স্কিমে খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনা দক্ষিণ জেলার শান্তিরবাজার এর অলোইছড়ায়। শাসক দলের একাংশ নেতাদের নির্দেশেই রেশন ডিলার ওজনে কম দিচ্ছেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

করোনা মহামারির মধ্যে গরীব লোকজনের জন্য রাজ্য সরকারের উদ্দ্যোগে সরকারি নায্য মূল্যের দোকানের মাধ্যমে বিভিন্ন প্রকারের রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যায় মধ্যে ২ কেজি ডাল , এক কেজি লবন, এক লিটার তেল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, সয়াবিনয় ৫০০ গ্রাম, হলুদ গুড়া ২৫০ গ্রাম ও জিরা ১০০ গ্রাম বরাদ্দ করা হয়েছে। এই সকল রেশন সামগ্রী বিতরনিতে অনিয়মের অভিযোগ উঠেছে। শান্তির বাজার মহকুমার অলোইছড়া সরকারি নায্যমূল্যের দোকানের ডিলার সকলকে দ্রব্য সামগ্রীর মধ্যে পেঁয়াজ, আলু ও ডাল পরিমানে কম দিচ্ছে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিমান কম দেওয়ার অভিযোগের সত্যতা মিললো। ডাল ২ কেজি দেওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে ১ কেজি ৬০০ ,কোথাও ১ কেজি ৮০০ করে দেওয়া হচ্ছে। অপরদিকে আলু ও পেঁয়াজ মিলে ৫ কেজি দেওয়ার কথা থাকলেও সেখানে ওজন দিয়ে দেখা যায় দুটির মধ্যে ৪ কেজি রয়েছে।

এ বিষয়ে রেশন ডিলারের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের সামনে ওজন কম দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান স্থানীয় শাসক দলের নেতৃত্বদের আদেশ অনুযায়ী তিনি পরিমানে কম দিচ্ছেন। তিনি জানানা, স্থানীয় নেতৃত্বরাই সকলকে রেশন সামগ্রী মেপে দিচ্ছে। এই বিষয়ে রেশন ডিলার ফোন করে মহকুমা শাসককে বিষয়টি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, ফুড ইনেস্পক্টর সাস্বতী আচার্য সহ অন্যান্য আধিকিরিকরা। এখন দেখার বিষয়, ঘটনার সুষ্ঠ তদন্ত করে লোকজনদের সঠিক পরিমানে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে প্রসাশন কি পদক্ষেপ গ্রহন করে।