নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ জুন৷৷ আজ সকালে উদয়পুর কাকড়াবন বিপিন নগর কলোনীতে বাঘের শাবকের উপস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ বিপিন নগর কলোনীর বাসিন্দা বাবুল অধিকারীর বাড়ির পাশে একটি ধানী জমিতে কয়েক জন শ্রমিক কাজ করতে ছিলেন৷ কাজ করার ফাঁকে একজন শ্রমিকের নজরে আসে নিকটবর্তী জঙ্গলের মধ্যে একটি বাঘের শাবক৷
জমিতে কর্মরত অন্যান্য শ্রমিকরা হৈচৈই শুরু করলে তাদের সাথে এলাকার জনগণ গলা মেলান৷ সমবেত চেষ্টায় বাঘ শাবকটিকে ধরার চেষ্টা করে৷ বাঘ শাবকটির গায়ে আগের থেকে চোট থাকার কারণে বাচ্চাটি দৌড়ঝাঁপ করতে পারেনি৷ তাই এলাকার শ্রমিকদের হাতে ধরা পরে বাঘের ছানাটি৷ পরবর্তী সময়ে জমির মালিক বাঘ শাবকটিকে বাবুল অধিকারি বাড়িতে নিয়ে আসে৷ বাঘের ছানা আটক করে কাকড়াবন ফরেস্ট অফিসের খবর দেওয়া হয়৷ ফরেস্ট অফিসার শেখর লোধ ফরেস্ট বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে বাঘের বাচ্চাটিকে যত্নসহকারে খাঁচায় বন্দী করেন এবং বন দপ্তরের গাড়ি দিয়ে কাকড়াবন ফরেস্ট অফিসে নিয়ে আসেন৷
সাংবাদিকদের কাছে শেখর লোধ জানান বাঘের ছানাটি কোথায় থেকে এসেছে তা বলা সম্ভব নয় তবে সে বিষয়ে তদন্ত করা হবে৷ কিন্তু বাঘের বাচ্চাটির গায়ে চোট রয়েছে দেখে বুঝা যায় এই বাঘ শাবকটিকে কোথাও না কোথাও আক্রমণ করা হয়৷ শনিবার সকালে নির্দিষ্ট জায়গাতে নিরাপদ স্থানে বাচ্চাটিকে পাঠানো হবে৷ জনবহুল এলাকায় বাঘ শাবকের উপস্থিতিতে জনমনে আতঙ্ক ও উৎকন্ঠা ছড়িয়ে পড়ে৷