নিজস্ব প্রতিনিধি, আগরতলা/বিলোনীয়া, ১১ জুন৷৷ পেট্রোল ও ডিজেলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷
এদিকে, পেট্রোপন্যের লাগাম হীন মূল্যবৃদ্বির কারনে সারা দেশ ও রাজ্যের সাথে বিলোনিয়া তেও বিক্ষোভ দেখালো কংগ্রেস৷ শুক্রবার সকালে সর্বভারতীয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে বিলোনিয়া ব্লক কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি পালন করে৷ বিলোনিয়া বরোজ কলোনি ইকোপার্ক সংলগ্ণ এলাকায় পেট্রোল পাম্পের সামনে৷ এই দিন বিলোনিয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হয়েছে স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করে ৷
এদিনের সাধারণ কর্মীদের পাশাপাশি বিক্ষোবের সামিল হন বিলোনিয়া ব্লক কংগ্রেসের সভাপতি অরূপ দেব ও ঋষ্যমুখের প্রাক্তন বিধায়ক তথা দক্ষিণ জেলা কংগ্রেস নেতা দিলীপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা৷ কোভিড বিধিকে মান্যতা দিয়ে এদিন বিক্ষোবের সামিল হন কংগ্রেস দলের নেতাকর্মীরা৷মল্যবৃদ্বির প্রতিবাদে কংগ্রেস নেতৃত্বরা আলোচনা রাখতে গিয়ে এই দিনের বলেন যারা একদিন সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছিল, মূল্য বৃদ্বি হ্রাসের কথা বলেছিল আজ তাদের সময়ে , মানুষের দৈনন্দিন জীবনে ব্যাবহৃত জিনিসের সবচেয়ে বেশি মূল্যবৃদ্বি হচ্ছে বলে অভিযোগ তুলে৷ তারই প্রতিবাদ করে এদিনের কর্মসূচি থেকে প্রধানমন্ত্রির পদত্যাগ দাবি করেন কংগ্রেস নেতৃত্বরা৷
একটু একটু করে বাড়তে বাড়তে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল পেট্রোল ও ডিজেলের দাম৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০২ টাকা ছাড়িয়ে গেল, ৯৪ টাকা ছাড়িয়ে গেল ডিজেলের দাম৷ চেন্নাইয়ে এই প্রথম পেট্রোলের দাম ছাড়িয়েছে ৯৭ টাকা৷ গত ৪ মে থেকে এই নিয়ে ২২ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম৷ এই সময়ে দিল্লিতে ৫.৪৫ টাকা দামি হয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে ৬.০২ টাকা৷ শুক্রবার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম৷ নতুন করে ২৯ পয়সা দাম বাড়ার পর রাজধানী দিল্লিতে শুক্রবার পেট্রোলের বর্ধিত দাম ৯৫.৮৫ টাকা এবং ২৮ পয়সা বৃদ্ধির ডিজেলের দাম ৮৬.৭৫ টাকা৷ কলকাতায় উভয় জ্বালানি তেলের দাম বেড়েছে ২৮ পয়সা৷ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৫.৮০ টাকা এবং ডিজেলের নতুন দাম ৮৯.৬০ টাকাঊ মুম্বইয়ে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম৷
২৮ পয়সা বেড়ে মুম্বইয়ে শুক্রবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০২.০৪ টাকায় এবং ৩০ পয়সা বেড়ে ডিজেলের দাম ৯৪.১৫ টাকায় পৌঁছেছে৷ চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৭.১৯ টাকা প্রতি লিটার এবং ৯১.৪২ টাকা প্রতি লিটার৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে ২৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২৭ পয়সা৷ কোনও দিন বাড়ছে, কোনও দিন আবার অপরিবর্তিত থাকছে, কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না৷ ফলে রোজই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের৷ খারাপ প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে৷