করোনা আক্রান্ত স্পেনের অধিনায়ক সার্জিও বুসকেতস

মাদ্রিদ, ৭ জুন (হি. স.) : ইউরো কাপ শুরুর আগে করোনা আক্রান্ত হলেন স্পেনের অধিনায়ক সার্জিও বুসকেতস । যার ফলে ইউরোর প্রস্তুতিতে সমস্যায় স্প্যানিশ শিবির। মঙ্গলবার টুর্নামেন্ট শুরুর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল তিনবারের চ্যাম্পিয়নদের। অধিনায়ক করোনা আক্রান্ত হওয়ায় লিথুয়ানিয়ার বিরুদ্ধে সেই ম্যাচ খেলা হচ্ছে না স্পেনের।
জাতীয় দলের ওয়েবসাইটে স্প্যানিশ ফুটবলের গভর্নিং বডি  বার্সেলোনা   মিডফিল্ডারের মারণ ভাইরাসে আক্রান্ত করার কথা জানিয়েছে। বুসকেতস ইতিমধ্যেই শিবির ছেড়েছেন। তাঁকে দলের অন্যান্যদের থেকে আলাদা রাখা হয়েছে। যদিও স্কোয়াডের বাকি ফুটবলারদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ। স্প্যানিশ স্কোয়াডের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এলেও উয়েফা এবং স্প্যানিশ সরকারের কোভিড-বিধি লাগু হয়েছে গোটা স্কোয়াডে। স্পেনের লা-রোজা হেডকোয়ার্টারে গোটা স্কোয়াড আপাতত আইসোলেট থাকবে পরবর্তী কোভিড পরীক্ষার রিপোর্ট আসা অবধি। দলীয় অনুশীলনের বদলে ব্যক্তিগত অনুশীলনের নির্দেশ জারি করা হয়েছে ফুটবলারদের উপর।